Ads:

কাল এসএসসি পরীক্ষায় বসছে বরিশাল বিভাগের ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
অধীনে এসএসসি পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১
লাখ ৭ হাজার ৫৭৫ জন। বিভাগের ছয় জেলায় মোট ১৭৬
কেন্দ্রে আগামীকাল শনিবার থেকে বরিশাল শিক্ষা
বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হবে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পরীক্ষার্থীদের মধ্যে
ছাত্র ৫৩ হাজার ৪১ এবং ছাত্রী ৫৪ হাজার ৫৩৪। তার
মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৬ হাজার ৮১৯। বিভাগের ছয়
জেলায় মোট ১৭৬ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাভিত্তিক পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হলো-
বরিশালে পরীক্ষার্থী ৩৬ হাজার ২১০ জন ও কেন্দ্র ৬২টি,
ঝালকাঠিতে পরীক্ষার্থী ১০ হাজার ৯৩৬ জন এবং
কেন্দ্র ১৭টি, পিরোজপুরে পরীক্ষার্থী ১৩ হাজার ২০৫
জন ও কেন্দ্র ২৩টি, পটুয়াখালীতে পরীক্ষার্থী ২০
হাজার ১৭১ জন ও কেন্দ্র ৩০টি, বরগুনায় পরীক্ষার্থী ১১
হাজার ২৭৩ জন ও কেন্দ্র ২১টি, ভোলায় পরীক্ষার্থী ১৫
হাজার ৭৮০ জন ও কেন্দ্র ২৩টি।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর
মোহাম্মদ ইউনুস বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে
পরীক্ষা গ্রহনের লক্ষ্যে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন
করা হয়েছে। কেন্দ্রগুলোতে সচিবদের দায়িত্ব বুঝিয়ে
দেয়া হয়েছে। পাশাপাশি নকলরোধে গঠণ করা হয়েছে
একাধিক ভিজিলেন্স টিম।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এবারই প্রথম
ফয়েল খামে প্রশ্নপত্র সরবরাহ করা হবে। কোন কারণে ওই
খাম খোলা হলে সেটা আর আটকানোর সুযোগ থাকবে না।
ফয়েল খামে থাকা প্রশ্নপত্র সেটিং করে তারিখ
অনুযায়ী ভাগ করা হবে। এরপর আবার সিকিউরিটি খামে
তা ঢোকানো হবে। তাই এবারের পরীক্ষায় প্রশ্নপত্র
ফাঁসের কোন গুজবে কাউকে কান না দেয়ার জন্য তিনি
আহবান করেন।