Ads:

পরিক্ষার সময় এই ৫ টি বিষয় গুলো খেয়াল রাখুন পরিক্ষা ভালো হবে-এইচএসসি পরীক্ষা-২০২৩

পরিক্ষার সময় এই ৫ টি বিষয় গুলো খেয়াল রাখুন পরিক্ষা ভালো হবে-এইচএসসি পরীক্ষা-২০২৩

শুভকামনা HSC -20 23 ব্যাচ, আগামীকাল থেকে তোমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। গত ১২ বছরে শিক্ষা জীবনের সাধনা, পরিশ্রম, জ্ঞান, সময় সব কিছুর চুরান্ত প্রতিফলন ঘটবে পরীক্ষার খাতায়। এই পরীক্ষার ফলাফল তোমার পরবর্তী এডমিশন জার্নি সহজ করে দিবে। মাথা ঠান্ডা রেখে চাপ মুক্ত ভাবে পরীক্ষা দিবে। তোমাদের বাবা মায়ের আশা আল্লাহ পূরন করুন। পরিক্ষার সময় নিচের বিষয় গুলো খেয়াল রেখো।


১. টেনশন নিয়া যাবে না।

২. পড়ার দিকে মনোযোগ দিন।

৩. নতুন কিছু ট্রায় হতে বিরত থাকবেন।

৪. কেন্দ্র ভেদে ৪০-৫০ মিনিট আগে বের হবেন। মানে ১ ঘন্টা যেতে লাগলে ১ ঘন্টা ৫০ মিনিট আগে বের হবেন।

৫. প্রশ্ন যেমনই হোক ঘাবড়ানো যাবে না।

৬. ইতিবাচক থাকবেন।

৭. পরিক্ষা কেন্দ্রে শিক্ষক প্রবেশের সাথে কথা বলা হতে বিরত থাকবেন।

৮. উত্তরপত্রে অবান্তর কিছু লিখা যাবে না।

৯. সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবেন।

১০. অতিরিক্ত পেজ নিলে OMR এ অবশ্যই অতিরিক্ত পেজের সংখ্যা ভরাট করবেন।

১১. পরিক্ষা কেন্দে শিক্ষক খাতা নিলে অতিভদ্রতার সহিত আচরণ করে খাতা আদায়ের চেষ্টা করবেন, কোন ভূল না থাকলেও ভুল স্বীকার করে খাতা চাইবেন।

১২. নৈব্যত্তিক এর সেট কোড অবশ্যই পূরণ করবেন। ১৩. রাফ করতে হলে এক্সট্রা পেজ বা খাতার শেষে রাফ করবেন।

১৪. পরিক্ষার হলে অশোভনীয় কোন আচরণ করা যাবে না।

১৫. পরীক্ষার জিনিসপত্র; যেমন কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি এবং admit card ও registration আগে থেকেই ফাইলে রেখে দিন। (সব প্রস্তুত করে রাখবেন)

১৬. ফরমাল ড্রেস বা কলেজ ইউনিফর্ম ব্যাতিত অন্য কোন ড্রেস পড়ে যাবেন না। (মেয়েদের বোরকার বিষয়টি আলাদা)

১৭. মোবাইল ফোন সাথে নেয়ার প্রয়োজন নেই, চুরি যাওয়ার সম্ভাবনা থাকে।

১৮. বড়দের থেকে অবশ্যই দোয়া নিয়ে পরিক্ষা দিতে যাবেন।

১৯. ঠিক মত খাওয়া দাওয়া করবেন।

২০. ডেংগু টা অনেকটা মহামারীর মত একটু সাবধানে থাকবেন।

২১. মাস্ক পরে যাবেন পরিক্ষার হলে।

বাংলা ১ম পত্র সকল বোর্ডের বহুনির্বাচনি উত্তর



এইচএসসি-২০২৩ বরিশাল বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ ঢাকা বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ রাজশাহী বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ দিনাজপুর বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ ময়মনসিংহ বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ কুমিল্লা বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ যশোর বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

এইচএসসি-২০২৩ সিলেট বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি উত্তর

Post a Comment

0 Comments