Ads:

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ | 11th admission policy published

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ | 11th admission policy published

জিএডুবিডি২৪.কম : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। এ বছর শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ২৬ মে থেকে। যা ১১ জুন পর্যন্ত চলবে।

বুধবার (১৫ মে) ঢাকা শিক্ষা বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। জানা গেছে, ভর্তির জন্য অনলাইনে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীরা পছন্দ তালিকায় ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে পারবে।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের ৯৩ শতাংশকে মেধা কোটা হিসেবে রাখা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

ঢাকা মহানগরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং নন-এমপিও বাংলা ভার্সন স্কুল সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং নন-এমপিও ইংরেজি ভার্সন স্কুল সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে। অন্যদিকে, মহানগরের বাইরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ ৩ হাজার টাকা, নন-এমপিও বাংলা ভার্সন স্কুল ভর্তি ফি হিসাবে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সন স্কুল ৬ হাজার টাকা ভর্তি ফি নিতে পারে।

জেলা সদর ও উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠান যথাক্রমে ২ হাজার ও ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে। ঢাকা মহানগরে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। যা গত বছরের পাসের তুলনায় দুই দশমিক ছয়-পাঁচ শতাংশ বেশি।

গ্রুপ নির্বাচন: বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা শুধু এই দুই গ্রুপের মধ্য থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

hsc admission2024, class admission,hsc admission online,xi admission,xi class admission system,একাদশ শ্রেনিতে ভর্তির নীতিমালা প্রকাশ ২০২৪-২০২৫,hsc admission 2024,hsc admission policy published 2024-25,class 11 admission policy published 2024-25,college admission,college admission policy published 2024-25,admission,একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪,একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা,একাদশ ভর্তির নীতিমালা,hsc admission 2014,একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা

Post a Comment

0 Comments